
স্টাফ রিপোর্টার ::
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন এবং জুলাই শহীদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।
প্রতীকী ম্যারাথন সুনামগঞ্জ শহরের পৌর বিপণি চত্বর হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সম্মিলন ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহিদ মো. আয়াতুল্লাহ ইসলামের পিতা মো. সিরাজুল ইসলাম, শহিদ সোহাগ মিয়ার ভাই মো. বিল্লাল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠন প্রতিনিধিবৃন্দ।