
ছাতক প্রতিনিধি ::
ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র ও জাবা কোরআনিক গার্ডেনের শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা মেডিকেল সেন্টারের সামনে অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী, জাবা মেডিকেলের স্বত্বাধিকারী ও জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এছাড়া জাবা কোরআনিক গার্ডেনের শিক্ষার্থীদের মধ্যে ও খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণকালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, অসহায় দরিদ্র মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে অনেকেই নানা সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকেন। কিন্তু এদের খোঁজ-খবর কেউ নেয়না। মূলত অনাহারির মুখে খাবার তোলে দেওয়াই হচ্ছে মানব কল্যাণের অংশ। আসুন আমরা সকলেই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। আমাদের আয়ের কিছু অংশ তাদের প্রয়োজনে বিলিয়ে দেই। তবেই সমাজে নিজের দায় থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে।