জেলা বাউল সমিতির কমিটি গঠন

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৫:২৯:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৫:২৯:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা বাউল সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৮৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি হয়েছেন বাউল তছকির আলী ও সাধারণ স¤পাদক মনোনীত হয়েছেন বাউল সেলিম সরকার। এছাড়াও উপদেষ্টাম-লীদের মধ্যে রয়েছেন পল্লী বাউল জবান আলী ফকির, বাউল মিরাজ আলী, বাউল নেছার উদ্দিন, বাউল মনির নুরী, বাউল আশ্বাদ আলী। কমিটির সহ-সভাপতি হয়েছেন বাউল শাহজাহান সিরাজ, বাউল সিরাজ উদ্দিন, বাউল রমেশ ঠাকুর, বাউল বাবুল শাহ, বাউল জুবায়ের বখত সেবুল, কণ্ঠশিল্পী আলী আকবর, সংগীতশিল্পী সোহেল রানা, বাউল কাদির শাহ, বাউল নজরুল মিয়া, বাউল সালাম নুরী, বাউল সমর আলী। সহ-‎সাধারণ সম্পাদক বাউল বাবু লাল, কোষাধ্যক্ষ বাউল বায়েজিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক বাউল তুতি মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক বাউল তুতা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক বাউল রশিদ উদ্দিন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক বাউল সুফিয়ান আনাছ, সহ মহিলা বিষয়ক সম্পাদক বাউল ফারজানা আক্তার আশা, ক্রীড়া সম্পাদক বাউল আফরোজ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক বাউল হারুন মিয়া, নাট্য সম্পাদক বাউল জয় লাল মিয়া, পরিকল্পনা সম্পাদক বাউল হীরা মোহন তালুকদার, প্রচার সম্পাদক শাহিনুর পাশা, প্রকাশনা সম্পাদক বাউল হানিফ মিয়া, দপ্তর সম্পাদক বাউল সৈয়দুর রহমান, আপ্যায়ন সম্পাদক বাউল আনোয়ার হোসেন, কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক বাউল আনোয়ার রেজা, সিনিয়র সদস্য বাউল রমজান আলীসহ অন্যান্যরা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com