
স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও সিলেট বন বিভাগ, সিলেট-এর আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শহিদদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ রোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষ রোপণকালে উপস্থিত ছিলেন শহিদ মো. আয়াতুল্লাহ ইসলাম-এর পিতা মো. সিরাজুল ইসলাম; শহিদ সোহাগ মিয়ার ভাই মো. বিল্লাল মিয়া, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ সুনামগঞ্জসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠন প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।