
স্টাফ রিপোর্টার ::
‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী কৃষক দল এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ছিল দেশব্যাপী চলমান গণঅভ্যুত্থান ২০২৪ - জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার অংশ।
সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে পিটিআই ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ সুনামগঞ্জের সোহাগ মিয়া, শহীদ আয়াতুল্লাহ এবং শহীদ হৃদয়-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে পিটিআই শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক। সভা পরিচালনা করেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহন্ত, জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ রাহুল প্রমুখ। এসময় কৃষকদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।