
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলায় টাইগার মসলার প্যাকেট নকল করে নিম্নমানের মসলা, কেমিক্যাল দিয়ে খেজুর গুড়, ময়দা, নিম্নমানের সরিষার তেল বোতলজাত করে বাজারজাত করে আসছিল মেসার্স হাবির স্টোর নামের একটি প্রতিষ্ঠান। এমন তথ্য পেয়ে সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানকালে অভিযোগের সত্যতা পায়।
জানা যায়, দীর্ঘদিন ধরে কেমিক্যাল দিয়ে নকল খেজুরের গুড় তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। টাইগার মসলার প্যাকেট নকল করে নিজেদের তৈরি নিম্নমানের বিভিন্ন মসলা বাজারজাত করে আসছিল। এছাড়াও নিম্মমানের ময়দা এবং সরিষা তেল বাজার থেকে ক্রয় করে নিজেদের ব্র্যান্ড নামে চালিয়ে দিচ্ছিল। তথ্য প্রমাণের সত্যতা নিশ্চিত হওয়ায় মেসার্স হাবিব স্টোরকে আড়াই লক্ষ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানকালে জগন্নাথপুর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা (অতিরিক্ত দায়িত্ব) বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার মেসার্স হাবিব স্টোর নামে প্রতিষ্ঠানটিতে যাই। অভিযানকালে দেখি তারা যে মসলা তৈরি করছিল। মসলা তৈরি করার সময় তেলাপোকাও রয়েছে দেখতে পাই, সেই তেলাপোকার বর্জ্য মসলায় মিক্সড হয়ে যাচ্ছে। এছাড়া টাইগার মসলার প্যাকেট নকল করা হয়েছে, অপরিচ্ছন্ন পরিবেশে কেমিক্যাল দিয়ে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। নি¤œমানের সরিষার তেল বাজার থেকে কিনে এনে একটা ট্যাংকির মধ্যে রেখে বোতলজাত করা হচ্ছে। তাছাড়া তারা নিজের প্রতিষ্ঠানের নামের প্যাকেট করে নিম্মমানের ময়দা বাজারজাত করছিল। তিনি আরও বলেন, এগুলো করা অপরাধ, আইনে এগুলো নিষিদ্ধ। অপরাধ প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।