
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের ভূমি জবর দখলের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী সরকারের শাসনামলে তাদের দোসররা মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চবিদ্যালয়ের ভূমি জবরদখলসহ আধিপত্য বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্বৈরাচার পতনের পর এরাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং মানহানি করে আসছে। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাসহ অবিলম্বে বিদ্যালয়ের জমি দখল মুক্ত করার দাবি জানান।
এসময় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহীন, সোহাগ, সাইফুল, রিটন মিয়া, রইছ মিয়া, রোহান মিয়া, রাকিব, মাহিন, রায়হান, হাসান, সুমন, মনির, ইয়াছিন, সাকিবুল প্রমুখ। পরে শিক্ষার্থীরা ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করেন।