কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৩৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০২:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
মধ্যনগর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ জুলাই) রাতে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১১৯০/১৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৭১২ পিস ভারতীয় শাড়ি, ২০ পিস লেহেঙ্গা এবং ১,২০০ গজ থান কাপড়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা। বিজিবির বাঙ্গালভিটা বিওপি’র টহল দল নিয়মিত গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, জব্দকৃত শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় শুল্ক অফিস, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com