ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৪৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:০৬:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সাচনা বাজারে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি সাচনাবাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রদক্ষিণ শেষে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা ঢাকায় জাতিসংঘ মানিবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের তীব্র প্রতিবাদ জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
পথসভায় মাওলানা আলতাফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সদস্য মাওলানা যোবায়ের আহমদ, ক্বারী আলীম উদ্দিন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মাছরুফ আহমদ।
এছাড়াও আরো বক্তব্য রাখে মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা এহসানুল হক, মাওলানা মাহদী হাসান, ক্বারী আব্দুল কুদ্দুস প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com