জগন্নাথপুরে পিতা-পুত্রকে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৪:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:২৪:২৭ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে পিতা-পুত্রকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তিলক বাজারে পাশে যুক্তরাজ্য প্রবাসী শাহ রফিক মিয়া কামালীর দৃষ্টিনন্দন বাগান বাড়ি রয়েছে। এ বাড়িতে কয়েকটি ভাড়াটে পরিবার বসবাস করছে। বাড়িটি পরিচর্যার কাজ করতেন ফারুক মিয়া ও তার ছেলে। সম্প্রতি প্রবাসীর ভাতিজা শিবলু মিয়া বাড়িটি নিজের দাবি করে গৃহকর্মী ফারুক মিয়া ও তার ছেলেকে বাড়িতে যাতায়াত করতে নিষেধ করে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসী রফিক মিয়া অভিযোগ করে জানান, আমার ভাতিজা শিবলুর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি। গৃহকর্মী ফারুক মিয়া বলেন, আমার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়েছেন শিবলু মিয়া। তার ভয়ে এখন আমরা প্রবাসীর বাড়িতে কাজে যাওয়ার সাহস পাচ্ছি না। অভিযোগের ব্যাপারে শিবলু মিয়া জানান, আমি কাউকে হুমকি দেইনি। তবে বাড়ির মালিক দাবি করেছেন কি না এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com