
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে রুবেল হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই আল আমিন, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই শাহ আলম, এসআই রিফাত সিকদার, এসআই কবির আহমদ এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই কামাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই গ্রামে টিকটক ভিডিও পোস্ট নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত রুবেল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি মনির মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়। তিনি সুনুয়াখাই লতিফনগর গ্রামের মৃত তুরাব আলীর ছেলে। তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে শনিবার সুনামগঞ্জআদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।