
স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রভাষক দুলাল মিয়া, সাজাউর রহমান ও আহমেদ নূর আলবাব। আড্ডার শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন সাজাউর রহমান, আহমেদ নূর আলবাব, সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান, শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, আদিল আরমান প্রমুখ।