বিএনপি নেতাকর্মীদের ‘মাঠের কথা’ সমাবেশে পদবঞ্চিত নেতাদের বিপুল উপস্থিতি

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:৩২:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন ও সুনামগঞ্জ পৌরসভার ওয়ার্ডের নেতৃবৃন্দের উদ্যোগে ‘মাঠের কথা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে বিভিন্ন ইউনিটের পদবঞ্চিত নেতাদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুর থেকে সদর উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খ- খ- মিছিল শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সমবেত হতে থাকে। বিকাল ৩টায় সুনামগঞ্জ সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরিন, আব্দুল লতিফ জেপি, আবুল মনসুর মোহাম্মদ শওকত, ব্যারিস্টার আবিদুল হকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আলফাত স্কয়ারের ‘মাঠের কথা’ সমাবেশে যোগ দেয়। সদর উপজেলার গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল হকের সভাপতিত্বে ও যুবদল নেতা জুনেদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-নোমান।
এসময় তিনি বলেন, আমরা যারা ফ্যাসিস্ট সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে রাজপথে ছিলাম, কারাগারে ছিলাম তারা আজ বিএনপিতে বঞ্চিত। আজকে যারা নদী লুট করছেন, বালি পাথর লুট করছেন, দু’বছর আগেও যাদের থাকার ঘর ছিল না, তারা এখন কোটি টাকায় বাড়ি করছেন। তারা বিএনপির কেউ নন, তারা ফ্যাসিস্টের উত্তরসূরী।
তিনি বলেন, ১৯৯৪ সালে মশাল হাতে নিয়ে যিনি বিএনপির ধান ক্ষেতে প্রবেশ করেছিলেন, তার সে মশাল জিয়ার দলের ধান জ্বলেপুড়ে শেষ করছে। তিনি অভিযোগ করে বলেন, সুনামগঞ্জ সদর উপজেলায় চাঁদাবাজ, রংবাজ, ফ্যাসিস্টদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে, আমরা সেসব কমিটি প্রত্যাখ্যান করেছি। আজকে এ মহাসমাবেশে আপনাদের সমানে আমাদের কমিটির লোকদরে নাম ঘোষণা করছি। তিনি বলেন, সুনামগঞ্জ পৌরসভায় মামুন চৌধুরী আহ্বায়ক ও জালাল উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড, রাশিদ আলী আহ্বায়ক ও কাজী জসিম কামালকে যুগ্ম আহ্বায়ক করে ২নং ওয়ার্ড, মহির উদ্দিন আহ্বায়ক ও জাকির খানকে যুগ্ম আহ্বায়ক করে ৩নং ওয়ার্ড, জাকির খানকে আহ্বায়ক ও হোসাইন মাহমুদ শাহীনকে যুগ্ম আহ্বায়ক করে ৪নং ওয়ার্ড, আবুল হোসেন আজাদ আহ্বায়ক ও মোর্শেদ আলম শ্যামলকে যুগ্ম আহ্বায়ক করে ৫নং ওয়ার্ড, মো. সোনা মিয়া আহ্বায়ক ও সুয়েব আহমদ চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ৬নং ওয়ার্ড, রুপন মিয়া আহ্বায়ক ও সোয়েব আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ৭নং ওয়ার্ড, বাদশা নুর মিয়া আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ৮নং ওয়ার্ড, মো. রমিজ মিয়া আহ্বায়ক ও মো. ফারুক মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ৯নং ওয়ার্ডে বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। এছাড়া তৈয়ব আলী আহ্বায়ক ও শহীদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন, নিজাম উদ্দিন আহ্বায়ক ও আব্দুল কাইয়ুমকে যুগ্ম আহ্বায়ক করে মোহনপুর ইউনিয়ন, মো. হাফিজুর রহমান আহ্বায়ক ও জিয়া উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে লক্ষণশ্রী ইউনিয়ন, মো. আদম আলী আহ্বায়ক ও আমজাদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে জাহাঙ্গীর নগর ইউনিয়ন, ওদুদ মিয়া আহ্বায়ক ও হাবিবুর রহমানকে যুগ্ম আহবায়ক করে কাঠইর ইউনিয়ন, হোসেন আলী আহ্বায়ক ও ফিরোজ মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে সুরমা ইউনিয়ন, সামসুল হক আহ্বায়ক ও সৈয়দ গোলাম কিবরিয়াকে যুগ্ম আহ্বায়ক করে গৌরারং ইউনিয়ন, মো. তাজুদ আলী আহ্বায়ক ও মো. আব্দুল হককে যুগ্ম আহ্বায়ক করে রঙ্গারচর ইউনিয়ন, ছমরু মিয়া আহ্বায়ক ও আমিরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত নেতাকর্মী করতালির মাধ্যমে নেতৃবৃন্দকে স্বাগত জানান। সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন আহমদ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির স¤পাদক ম-লীর সদস্য ব্যারিস্টার আবিদুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক আ স ম খালিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঈন খান ময়না, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ সফিক আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল করিম প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com