
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে ১৫৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) ভোর রাতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা এলাকায় অভিযান তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে তোফায়েল আহমেদ (২৫), দরগাপাশা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে আলী হোসেন (৩৫), মো. লিম্বর আলীর ছেলে মো. দিলোয়ার হোসেন (৩০)।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলীর নির্দেশনায় থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত ১৫৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৩জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, মাদক নির্মূলে শান্তিগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গত রাতে উপজেলার ছয়হারা এলাকায় বিশেষ অভিযানে ৩জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে ১৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।