
দোয়ারাবাজার প্রতিনিধি ::
‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজারের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ।
বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির হারুনুর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মাস্টার, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এরশাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহত জুলাই যোদ্ধা রেদোয়ানুর রহমান রেদওয়ান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বেশ কয়েকজন তরুণ স্বেচ্ছায় রক্তদান করেন এবং শতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। অনুষ্ঠান শেষে রক্তদাতাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।