
গত ৩০ জুলাই ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দেশের চারটি ভেন্যু- বিশ্বম্ভরপুর, সিলেট, ঢাকা ও চট্টগ্রামে কেক কাটা, আলোচনা সভা এবং মিলনমেলার আয়োজন করা হয়।
বিশ্বম্ভরপুরে হাওর বিলাস ক্যাফেতে সন্ধ্যায় আয়োজনে উপস্থিত ছিলেন মা এগ্রো ফার্মার স্বত্বাধিকারী নুরুল আলম সাগর, অধ্যাপক আবদুল হালিম, আইনজীবী মোহন মিয়া বাচ্চু, কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হোসাইন আহমেদ, শিক্ষক আব্দুল্লাহ আল নাছির, শামীম রানা, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশ নেন সহকারী অধ্যাপক শামীমুল হাসান, সমাজসেবা কর্মকর্তা নুরল হক, ব্যাংকার আবদুল্লাহ আল নোমান, ভেটেরিনারি সার্জন সাহাব উদ্দিন মুন্না, আইটি বিশেষজ্ঞ রেহেনা পারভীন, ব্যাংক কর্মকর্তা বিভাস দেবনাথ, শিক্ষক শহীদুল্লাহ কায়সার, প্রভাষক নজরুল ইসলামসহ পুসাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
ঢাকার টিএসসিতে আয়োজনে ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রুমান, সহসভাপতি মুনিয়া আক্তার ও বর্তমান সভাপতি মানিক চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক জাহিদ আমিন নিয়াজ প্রমুখ।
২০১৪ সালের ৩০ জুলাই যাত্রা শুরু করা পুসাব বর্তমানে তিন শতাধিক সদস্য নিয়ে নানা সমাজসেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সংগঠনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে- বৃত্তি পরীক্ষা, জিপিএ-৫ প্রাপ্ত ও ভর্তি সফল শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষামূলক সেমিনার, সায়র প্রকাশনা, বনভোজন এবং দুর্যোগকালে সহায়তা কার্যক্রম। - সংবাদ বিজ্ঞপ্তি