
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যুব জমিয়ত বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দোয়ারাবাজার প্রেসক্লাবে যুব জমিয়ত উপজেলা শাখার সভাপতি যুবনেতা হাফিজ মাওলানা আব্দুল গফফার রায়হানের সভাপতিত্বে ও মাওলানা জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে'র সভাপতি মাওলানা আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা শফিকুল ইসলাম, ওমান জমিয়তের মহাসচিব মোহাম্মদ উল্লাহ আল হাসান।
আরও বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আল আমিন সাদি, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ। উপস্থিত ছিলেন মাওলানা জওহর আহমদ, ইব্রাহীম খান তারেক, হাফিজ সাইফুর রহমান, মাওলানা হাবীবুর রহমান প্রমুখ।