সদর উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৮:৩৮:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৮:৫৭:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি পদের বিপরীতে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রদীপ পাল নিতাই পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ স¤পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুল ইসলাম শায়েস্তা। এছাড়া সহ-সভাপতি রফিকুল ইসলাম রুহেল, সহ-সাধারণ স¤পাদক রফিকুজ্জামান রুহেল, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ মো. সিকন্দর আলী ও দপ্তর স¤পাদক মো. মহিবুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন সদর উপজেলা সাব রেজিস্ট্রার মো. মঞ্জুরুল আলম। নির্বাচন পরিচালনা কমিশনের দায়িত্ব পালন করেন আব্দুল মজিদ, আব্দুল খালিক, আব্দুল লতিফ, আনোয়ারুল বারী, মনির হোসেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com