
স্টাফ রিপোর্টার ::
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, অবসর ও কল্যাণভাতা দ্রুত প্রদান, শিক্ষক বদলিতে নিঃস্বার্থ নীতি, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ, ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি, কওমি সনদের স্বীকৃতি ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা ইলিয়াস আহমদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি, চরমোনাই পীর মনোনীত সুনামগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী মুফতি শহীদুল ইসলাম পলাশী।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলহাজ রহমতুল্লাহ, মাওলানা আব্দুস শহীদ, মুফতি আব্দুল হাই, আব্দুর রশিদ, ফজলে রাব্বি মারুফ, মাওলানা আব্দুল কাদিরসহ শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন। সরকার তাদের দাবি উপেক্ষা করায় তারা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তারা উপজেলা ও জেলা পর্যায়ে অন্তত একটি করে মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, উপবৃত্তি চালু করা, কওমি সনদের সরকারি স্বীকৃতি এবং চাকরির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়া বক্তারা সব ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান- মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জোরালোভাবে উত্থাপন করেন।