
দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নবগঠিত বিএনপি’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (২ আগস্ট) দিরাই উপজেলা গণমিলনায়তে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি।
বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা ফয়সাল চৌধুরী।
উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে, সুজাত আহমেদ চৌধুরী ও আবু সাঈদ চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।