“আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা” শীর্ষক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৯:১২:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৯:১২:১১ পূর্বাহ্ন
ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে “আগামীর বাংলাদেশ ও লেখকদের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে লেখক ও সাংবাদিক মহসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন। তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে হলে তরুণ প্রজন্মকে সৃজনশীল সাহিত্যচর্চায় যুক্ত করতে হবে। সাহিত্য শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তাভাবনা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” মুখ্য আলোচক অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন বলেন, “আগামীর বাংলাদেশ হবে জ্ঞান, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ। লেখকদের দায়িত্ব সত্য প্রকাশ করা এবং পাঠকের মনে ইতিবাচক পরিবর্তন আনতে উদ্বুদ্ধ করা।” ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি আবু সালেহ আহমদ বলেন, “সাহিত্যিকদের কলম হতে হবে সমাজের আয়না। তাদের লেখায় থাকবে মানুষের দুঃখ-সুখ, সংগ্রাম ও স্বপ্নের প্রতিফলন। ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক রাহমান তৈয়বের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কলামিস্ট মো. দিলোয়ার হোসেন বাবর, অ্যাডভোকেট আমিরুল হক, ইউএসএ বাংলার সিনিয়র সহ-সভাপতি কাজী শাহেদ বীন জাফর, শিক্ষক ও গ্রন্থপ্রণেতা মোছায়েল আহমদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক দোলন, ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সাধারণ স¤পাদক প্রফেসর মাসুদ করিম, বাংলা প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, কবি ও সংগঠক রেজাউল করিম কাপ্তান, গীতিকার মাজহারুল ইসলাম প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাহিত্য মানুষের মনকে জাগ্রত করে, সমাজকে আলোকিত করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়। তাই লেখকদের উচিত সমাজের প্রতিটি ইতিবাচক ও নেতিবাচক দিক সাহিত্যে তুলে ধরা, যাতে পাঠক অনুপ্রাণিত হয় সৎ, ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল হতে। -সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com