
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে প্রায় ৫ লাখ টাকা মূল্যের মাছ ধরার নিষিদ্ধ ফাঁদ ‘চাই’ জব্দ করে ধ্বংস করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশনায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাওরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে টাঙ্গুয়ার হাওরের মানিকখিলা এলাকা থেকে প্রায় ২ হাজার প্লাস্টিক বোতল দিয়ে তৈরি ‘চাই’ এবং ২০ হাজার মিটার ‘চায়না রিং চাই’ জব্দ করা হয়। পরে এসব উপকরণ জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, ধ্বংসকৃত চাইয়ের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র, মাছের প্রজনন ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।