
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জের ভীমখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে ভীমখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘাগটিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভীমখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন মিয়া তালুকদার, সাবেক সাধারণ স¤পাদক আলী হোসেন, সাচনাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আব্দুন নুর আখঞ্জী, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ স¤পাদক জামিল আহমেদ, ভীমখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ স¤পাদক কিতাব আলী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ স¤পাদক আব্দুল মুছাব্বির, সাবেক সদস্য ফরিদ মিয়া, দিলোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, প্রবাসী আলম মৌলা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আলতাব মিয়া তালুকদার, রমজান আলী, কলমদর আলী, তারা মিয়া, মোস্তফা, তরজুদ আলী, নিয়াম উদ্দিন, সামসুল হক, দিলদার আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই দলের জন্য নির্যাতিত ও মামলা-হামলার শিকার হয়েছি। আজ সেই ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও লেনদেনের মাধ্যমে পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এই অন্যায় মানি না, মানবও না। দলের তৃণমূল নেতাকর্মীদের মতামত ছাড়াই যারা নিজের স্বার্থে কমিটি গঠন করেছেন, তারা বিএনপির আদর্শের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন। আমরা চাই প্রকৃত ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠিত হোক। দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো কমিটি গ্রহণযোগ্য হবে না। ভীমখালী ইউনিয়ন বিএনপির ঘাঁটি। অথচ আমাদের ইউনিয়নে স্বজনপ্রীতির মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বঞ্চিত করা হয়েছে আমাদের ৪টি ওয়ার্ডকে। কোন স্বার্থের বিনিময়ে ২, ৩, ৬ ও ৮ নং ওয়ার্ডকে বঞ্চিত করা হয়েছে আমরা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কাছে জানতে চাই। যদি অবিলম্বে এই কমিটি বাতিল করে পুনর্গঠন করা না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।