বাসায় ফিরে জন্মদিনের কেক কাটার কথা ছিল খুশি’র

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৭:২৯:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:০০:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
আফসানা জাহান খুশি’র জন্মদিন ছিল বুধবার (৬ আগস্ট)। সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে ক্লাস এবং বান্ধবীদের সাথে জন্মদিন উদযাপন শেষে শান্তিগঞ্জ থেকে দুপুরে সিএনজিচালিত অটোরিকসায় সুনামগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন। কথা ছিল বাসায় ফিরে রাতে মা-বাবাকে নিয়ে জন্মদিনের কেক কাটবেন। কিন্তু সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় ঘাতক একটি বাস তাকে বহনকারী সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। মেধাবী আফসানা জাহান খুশি’র এমন মৃত্যুতে তার সহপাঠীরা বাকরুদ্ধ, পরিবারে বইছে শোকের মাতম। সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের ডিপ্লোমা ২য় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি শহরের আরপিননগর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনের মেয়ে। সে খুবই মেধাবী ছাত্রী ছিল। স্বপ্ন ছিল পড়ালেখা করে খ্যাতনামা ইঞ্জিনিয়ার হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করবে। তার স্বজনরা জানান, ৬ আগস্ট ছিল খুশির ১৯তম জন্মদিন। ক্লাস এবং বান্ধবীদের সাথে জন্মদিন উদযাপন করতে শান্তিগঞ্জে টেক্সটাইল ইন্সটিটিউটে গিয়েছিল সে। কথা ছিল বাসায় ফিরে রাতে বাবা-মায়ের সাথে জন্মদিনের কেক কাটবে। কিন্তু কে জানে জন্মদিনেই সড়ক দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যাবে তার। তাই মা-বাবার আক্ষেপের শেষ নেই। আদরের মেয়েকে হারিয়ে পাগলপ্রায় তারা। পরিবারের একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না। খুশির বাবা দেলোয়ার হোসেন বলেন, আজ আমার মেয়ের জন্মদিন ছিল। তাকে ক্লাসে যেতে মানা করেছিলাম। সে বললো বান্ধবীরা তাকে আজ খাওয়াবে, জন্মদিন উদযাপন করবে। কিন্তু সে আর ফিরে এলো না। আমার সব শেষ। আমি এখন কারে নিয়ে বাঁচবো - বলে আর্তনাদ করছিলেন। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে নীরবে চোখের জল ফেলেছেন উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com