
★সভাপতি জহিরুল ইসলাম,
★কার্যকরী সভাপতি আমিনুর রশীদ,
★সাধারণ সম্পাদক মাহবুবুল হক।
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির সাবেক তিন বারের সাধারণ স¤পাদক জহিরুল ইসলাম। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহিব উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩০ ভোট। ৪৬ ভোট পেয়ে কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন সমিতির অন্যতম সদস্য জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আমিনুর রশীদ। তার নিকট প্রতিদ্বন্দ্বী শাহানুর আহমদ পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ স¤পাদক পদে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুবুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুকিত মুকুল পেয়েছেন ৩৯ ভোট।
এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আখলুছ আলী ও আব্দুল মমিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে মো. জাকারিয়া ও ৫৪ ভোট পেয়ে আব্দুল লতিফ, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে লায়েক আহমদ, কোষাধ্যক্ষ পদে ৫৩ ভোট পেয়ে মোমেনুজ্জামান চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে ৭০ ভোট পেয়ে মাজহারুল ইসলাম, ৫৪ ভোট পেয়ে শিপন মিয়া, ৫২ ভোট পেয়ে মো. এনামুল হক ও ৪৬ ভোট পেয়ে মো. তোরাব আলী নির্বাচিত হয়েছে। নির্বাচনে মোট ভোট ছিল ৯০টি। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন আবুল কাশেম, মুজিবুর রহমান, সালমান আহমদ।
গত মঙ্গলবার সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।