
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ’ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই র্যালি অনুষ্ঠিত হয়। শহরের কাজির পয়েন্ট এলাকায় র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলফাত স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রশিবিরের অর্থ স¤পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান তুহিন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলা ছাত্রশিবিরের সাবেক দপ্তর স¤পাদক আব্দুস সাত্তার মামুন, এইচ.আর.ডি স¤পাদক আবু সুফিয়ান তোহা, প্রচার স¤পাদক আব্দুল মোমেন, প্রকাশনা স¤পাদক রাকাব আহমেদ শিশির, শিক্ষা স¤পাদক সুমেল আহমদ, সুনামগঞ্জ পৌর সভাপতি সজিব আহমদ, ছাতক উপজেলা সভাপতি মাকসুদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৭ বছর ফ্যাসিবাদের কবলে ছিলাম। এই দেশ ফ্যাসিবাদের হাতে তোলে দেয়া যাবে না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবো। তারা বলেন, একটি চক্র জুলাইকে বিভাজন করতে চায়। কিন্তু পারবে না।