
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সদ্য প্রয়াত নজরুল ইসলাম তালুকদার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট দিরাই’র আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর। বক্তব্য রাখেন বিএনপি নেতা হুমায়ূন কবির তালুকদার, শিক্ষক নেতা বিশ্বজিৎ চৌধুরী, সংস্কৃতি কর্মী মুজিবুর রহমান, কবি মিজানুর রহমানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভা শেষে নজরুল ইসলাম তালুকদারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।