জগন্নাথপুরে বিএনপির মিছিল, সমাবেশ

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:১৮:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:২০:১২ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জুলাই দিবস উপলক্ষে জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে খন্ডখন্ড মিছিল সহকারে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা সমবেত হন।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন প্রমুখ। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com