
স্টাফ রিপোর্টার ::
৫৫ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গোদীগাঁও গ্রামের ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন (২২)।
সুনামগঞ্জ সদর থানার এসআই মাহমুদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুজ্জামান ভুঁইয়ার নেতৃত্বে হালুয়াঘাট পারাপার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় মদ বহনের সময় ইসমাইলকে ৫৫ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ইসমাইল ওই মদ ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।