জগন্নাথপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৮

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:১৮:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:১৮:৪৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ কমপক্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও পয়েন্ট নামক স্থানে। জানাগেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে সুনামগঞ্জ অভিমুখে রূপসী বাংলা নামের একটি যাত্রীবাহী বাস আসার পথে আঞ্চলিক মহাসড়কের গোতগাঁও নামক পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ কমপক্ষে ৮ জন যাত্রী আহত হন। যদিও খাদে পানি থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে বলে স্থানীয়রা জানান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাযায়নি। দুর্ঘটনার পর যে ভাবে পেরেছেন বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানান। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, এ দুর্ঘটনায় ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com