সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে ‘কথা, কবিতা ও গান’

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:৩১:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:৩২:৪৬ পূর্বাহ্ন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকে সিলেট সাহিত্য পরিষদ আয়োজিত ‘কথা, কবিতা ও গান’ অনুষ্ঠানে বক্তারা বলেছেন- রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের আশ্রয়। আমাদের মুক্তিযুদ্ধসহ সকল দুর্দিন-দুর্বিপাকে তাঁর গান কবিতা আমাদের প্রেরণার উৎস হয়ে ভূমিকা রেখেছে। গত বুধবার সন্ধ্যায় সিলেটের স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গল্পকার জামান মাহবুব। সংগঠনের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে আলোচক ছিলেন ছড়া পরিষদ সিলেট-এর সাধারণ সম্পাদক ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল। আলোচনা, গান ও কবিতাপাঠে অংশ নেন ডা. মাশুকুর রহমান, অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর, শিক্ষক-কবি কমলকান্ত তালুকদার, সাহিত্য-সন্ধির সভাপতি কবি শান্তা কামালী, কবি রীনা কর্মকার, বিমান বিহারী বিশ্বাস, নিশীত সূত্রধর, কবি অভিনয় সরকার প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com