
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে বৃহ¯পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৩০জন নারী-পুরুষ অংশ নেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোক্তার হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ প্রমুখ। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।