
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে ৬০ পিস ইয়াবাসহ আল ফয়সাল (৩০) নামের যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার নাগরপুর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে। গত বৃহ¯পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে বাদাঘাট বাজারের আলহাজ্ব জয়নাল আবেদীন মার্কেটের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে তাকে আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় তার সঙ্গে থাকা উপজেলার কুনাটছড়া গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে রহমত আলী (৩৮) পালিয়ে যায়।
এসআই হাফিজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রহমত আলী ও ফয়সাল বাদাঘাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সালকে আটক ও তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ফয়সালকে আটক ও রহমত আলীকে পলাতক আসামি দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে ফয়সালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।