
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধর্মপাশা উপজেলায় জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার মধ্যবাজারে উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী আব্দুল মোতালেব খাঁন।
জনসভায় আব্দুল মোতালেব খাঁন বলেন, ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিকবার কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হয়েছি। প্রতিটি আন্দোলনে দলের পাশে থেকেছি। আমি ক্লীন ইমেজের ত্যাগী ও কারানির্যাতিত কর্মী, দল আমাকে মূল্যায়ন করবে বলে আশা রাখি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান হাসিদ।
বিশেষ অতিথি ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী মাজহারুল হক, বিআরডিবি চেয়ারম্যান আফসার আলী চন্দপীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক মামুনুর রশীদ শান্তসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।