
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে ৮ কেজি গাঁজাসহ ওয়াসির মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। সোমবার রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর গ্রামে মেজর আসিফ রানার নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে দিরাই থানায় সোপর্দ করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।