
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানকে বদলি করা হয়েছে। গত রবিবার বিকেলে তার বদলির আদেশ হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তাকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৪ আগস্ট বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে তাকে।
সম্প্রতি ডা. মাহবুবুর রহমানের বিরুদ্ধে আউটসোর্সিংয়ের ঠিকাদার ও জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। এর আগে হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযান পরিচালিত হয়। ওই সময় দুদক কর্মকর্তারা হাসপাতালে ডা. মাহবুবুর রহমানসহ ডাক্তার, নার্সের উপস্থিতি নিয়মিত নয় বলে সাংবাদিকদের জানান। এছাড়া হাসপাতালের ডিসপেনসারির ওষুধ বাইরে বিক্রয় হবার বিষয়টিও সাংবাদিকদের তুলে ধরেন দুদক কর্মকর্তারা।