শান্তিগঞ্জে যুব দিবস উদযাপন

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৪২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৪২:০২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ নানা আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে যুব র‌্যালি, আলোচনা সভা, সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান এবং ঋণ বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল আমিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আনসার উদ্দিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে নির্বাচিত সফল যুব আত্মকর্মী হিসেবে মোহাম্মদ জাকওয়ান আহমদ ও যুব সংগঠক হিসাবে নাজিম উদ্দিনকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস ও অন্যান্য অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com