বৃক্ষমেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। তিনি বলেন, বনায়ন শুধু সরকারি দায়িত্ব নয়, বরং এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান। সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com