সরকারকে এক মাসের সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৩৭:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৩৭:০১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা সরকারকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা। বুধবার (১৩ আগস্ট) ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয় থেকে শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের সামনে এসে এ ঘোষণা দেন সংগঠটির সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বরে অর্ধদিবস এবং ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। একইসঙ্গে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রণলয়ের দেওয়া প্রতিশ্রুতিগুলো আগামী ১৪ সেপ্টেম্বর মধ্যে কার্যকর না হলে ওই দিন থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি শুরু হবে। তারপর ২৯ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মসূচি শুরু হবে। সবশেষ দাবি আদায়ে আবার ১২ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে লাগার অবস্থান কর্মসূচি শুরু হবে। তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশের ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেননি শিক্ষকরা। পদযাত্রার পরিবর্তে পুলিশের সহায়তায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com