
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
“সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি” - এই স্লোগানকে সামনে রেখে এবং “নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সহিংসতা প্রতিরোধ”-এর লক্ষ্যে শান্তিগঞ্জে গঠিত হয়েছে নারী শান্তি সহায়ক দল। ডব্লিউএভিই-এর উদ্যোগের অংশ হিসেবে এই কার্যকর প্ল্যাটফর্মটি নারীবান্ধব পরিবেশ গঠন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ বাজারস্থ বন্ধু সমাজ কল্যাণ যুব সংঘের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ পিএফজির সমন্বয়কারী দুলন রানী তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন ইয়ুথ এম্বাসেডর গ্রুপের সীমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর সিরাজ মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-এর এমআইপিএস প্রকল্প কর্মকর্তা কুদরত পাশা।
সভায় নারী শান্তি সহায়ক দল গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং গঠন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন পিএফজি সদস্য শেফালী আক্তার, জেসমিন আক্তার, রোকসানা বেগম, খোরশেদা, আলেয়া, নাজমা বেগম, শিউলী দেবী, ইয়ুথ এম্বাসেডর গ্রুপের লিজা আক্তার ইভা, জুঁই রানী দাস, নারীনেত্রী ফিরোজা বেগম, জহুরা বেগম, তৈয়বুন নেছা প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে খোরশেদাকে সমন্বয়কারী, জেসমিন আক্তারকে যুগ্ম সমন্বয়কারী এবং সীশা আক্তারকে সচিব নির্বাচিত করা হয়। এই উদ্যোগটি শান্তিগঞ্জে নারীদের সক্রিয় অংশগ্রহণে সহিংসতা প্রতিরোধ এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।