সুরমা শিশু ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:২৩:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: শিশুশ্রম, বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন এসব বিষয় নিয়ে শিশুদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে কাজ করছে বার্ষিক সুরমা শিশু ফোরাম। বার্ষিক সুরমা শিশু ফোরাম সমাবেশ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওলি উল্লাহ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মো. আলমগীর কবির, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মো. আমিনুল হক, সুনামগঞ্জ ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, অপূর্ব চিসিম, সঞ্জয় সিংহ, প্যাটিশিয়া রিছিল, সুরমা যুব ফোরামের সভাপতি আশাদ আলী, সাধারণ স¤পাদক রাত্রি দে প্রমুখ। জাকির হোসেন ও রিয়াদের উপস্থাপনায় আলোচনা সভায় সুরমা শিশু ফোরামের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে গান ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে হবে। সমাজের সকল অসংগতি দূর করতে শিশু-কিশোরদের এগিয়ে আসতে হবে। সুনাগরিক হতে হলে ভালো কাজ করতে হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com