
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর প্রাথমিক বিদ্যালয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থীদের অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। এই প্রাথমিক বিদ্যালয় থেকে রঙ্গারচর হরিণাপাটী উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটুকুর বেহাল অবস্থা। কোমলমতি শিশুদের কাদা-পানিতে ভিজে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হয়। প্রায়ই ঘটে দুর্ঘটনা।
বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী জাহেরা বেগম বলেন, এভাবে বিদ্যালয়ে আসতে খুব কষ্ট হয়। ম্যাডামকে বলেছি এই কাদা রাস্তা দিয়ে স্কুলে আসা কঠিন হয়ে যাচ্ছে।
তার সাথে একমত ক্লাসের সব শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, আসা-যাওয়ার রাস্তাটুকু একটু সংস্কার করে দিলে আমাদেরকে আর দুর্ভোগ মোকাবেলা করতে হবে না। এ ব্যাপারে আমাদের একমাত্র অভিভাবক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সবিনয় অনুরোধ, এই সামান্য দূরত্বের রাস্তাটুকু সংস্কার করে দিন। তাহলেই আমরা নিরাপদে স্কুলে যাওয়া-আসা করে লেখাপড়া করতে পারবো।