শেখ মুজিবুর রহমান জাতির জনক নন : নাহিদ ইসলাম

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১৬:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১৬:৪১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। স্বাধীনতা অর্জনে তার অবদান ও ত্যাগ স্বীকার করি। কিন্তু আমরা স্মরণ করি তার শাসনকালে দেশের অন্যান্য বিয়োগান্তক ঘটনাগুলোকেও। শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম লেখেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশ-রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালে জনবিরোধী সংবিধান আরোপ করে লুটপাট, রাজনৈতিক হত্যা এবং একদলীয় বাকশাল একনায়কতন্ত্রেরে ভিত্তি স্থাপন করে। তিনি আরও লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির অন্তরালে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা হয়েছে। জনগণের ওপর অত্যাচার, জাতিকে লুট করে, নাগরিককে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বিভাজিত করে রাজনৈতিক মূর্তি পূজা করা হয়। এটা গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারি কায়েম ছাড়া অন্য কিছু ছিল না। তবুও মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের সংগ্রাম। কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈত্রিক সম্পত্তি, জবাবদিহিহীন শাসন এবং মুজিব নাম ব্যবহার করে দুর্নীতি ও দমন-পীড়নকে ন্যায্যতা দিয়েছে। এনসিপি আহ্বায়ক বলেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থান এই জমিদারিকে ধ্বংস করে দিয়েছে। ব্যক্তি, পরিবার ও নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চেপে বসতে পারে এমন কোনও মতাদর্শকে আর মেনে নেওয়া হয়। তিনি বলেন, জাতির পিতা বিষয়টি ইতিহাস নয়, রাষ্ট্রকে একচেটিয়া করার আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার। বাংলাদেশে সব নাগরিক সমান, আর কোনও একক ব্যক্তিই তার জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারে না। তিনি আরও বলেন, শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ নামে মুজিববাদ একটি ফ্যাসিস্ট মতাদর্শ। আমাদের সংগ্রাম কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে। মুজিববাদ ফ্যাসিবাদ ও বিভাজনের একটি আদর্শ। এর মানে হলো জোরপূর্বক গুম, হত্যা, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘন। এর মানে ইসলামোফোবিয়া, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘুদের ভূমি দখল ও বিদেশি শক্তির কাছে জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করা। ষোল বছর মুজিবকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল অস্ত্র হিসেবে, আর মূর্তির আড়ালে ছড়িয়ে দিয়েছিল অপহরণ, হত্যা, লুটপাট ও গণহত্যা। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ একটি জীবন্ত আপদ। এটাকে পরাজিত করতে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের দাবি উঠেছে। আমাদের সংগ্রাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার; যেখানে দল, গোষ্ঠী ও কোনও নেতা জনগণের ওপরে চেপে বসবে না। বাংলাদেশ কারও সম্পত্তি নয়, এটি গণপ্রজাতন্ত্র।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com