সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বৃষ্টির ধ্বনি আর কুহকের সুরে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো বর্ষাকেন্দ্রিক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন ‘বাদল গেছে টুটি’। সত্যশব্দের সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই মনোরম সাংস্কৃতিক সমাবেশ। বর্ষার আগমন ও প্রকৃতির পরিবর্তনকে উপজীব্য করে সাজানো এ অনুষ্ঠানের শুরুতেই পাঠ করা হয় একটি আবেগঘন বার্তা- “বর্ষার আকাশ থেকে নেমে আসে কালো মেঘের সুরমা, হাওয়ার ব্যাকুলতা আর ভিজে মাটির সোঁদা গন্ধ নিয়ে জেগে ওঠে এক দীর্ঘ অপেক্ষার গল্প।” এই বার্তার মধ্য দিয়েই সন্ধ্যার আকাশে যেন নেমে আসে বর্ষার ¯িœগ্ধ আবেশ। অনুষ্ঠানের পুরো পরিকল্পনা ও পরিচালনায় ছিল সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীরা। পরপর পরিবেশিত হয় বর্ষাকে ঘিরে গীত, কবিতা ও নৃত্যানুষ্ঠান। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকশালায় তৈরি হয় দারুণ এক নীরবতা- যেখানে কেবল শোনা যায় বর্ষার মধুর শব্দ। নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় বর্ষার নানা রূপ, নিমগ্ন, উদ্দাম, কখনও শান্ত কখনও রহস্যময়। কবিতা ও গানের সুরে ধরা পড়ে বাঙালির চিরন্তন বর্ষাপ্রীতি। হলভর্তি দর্শক বারবার করতালিতে জানান দেন তাঁদের উচ্ছ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলসহ সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। সত্যশব্দের এ আয়োজনে শুধু বর্ষা নয়, ফুটে ওঠে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির নিবিড় বন্ধনও। আয়োজন শেষে অনেকে বলছিলেন- এ যেন শহরের বুকে একটুখানি প্রাকৃতিক বর্ষা ছুঁয়ে যাওয়ার মুহূর্ত। এই ‘বর্ষার আয়োজন’ পরিকল্পনা, পরিচালনা এবং ব্যবস্থাপনায় ছিলেন সত্যশব্দের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র এবং নৃত্য ও আবৃত্তি বিষয়ক প্রশিক্ষক দেবপ্রিয়া পাল।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com