
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে র্যালি শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালায় বক্তব্য রাখেন সাবেক উপসচিব মো. রইছ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী, শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, নির্বাচন অফিসার আব্দুস সালাম, আনসার ভিডিপির কর্মকর্তা জাহাঙ্গীর, শিক্ষক আলী আমজাদ, মৎসজীবী মহিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মাছের পোনা অবমুক্ত করা হয়।