
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” স্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকাল এগারোটায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীরা।
র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ-এর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, মৎস্যচাষী প্রতিনিধি ফরিদ আহমদ এবং সাংবাদিক প্রতিনিধি মো. মামুন মুন্সি। সভায় উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য একজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।
পরে বেলা সাড়ে ১২টায় দোয়ারাবাজার থানা সংলগ্ন একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ যৌথভাবে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় থানার এসআই মিজানুর রহমান, মোহন রায়, মনিরুল ইসলাম, রফিজুল ইসলাম, দোয়ারাবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা আপ্তার উদ্দিন, আনসার কর্মকর্তা অজিত রঞ্জন, সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া, সোহেল মিয়া, মাসুদ রানা সোহাগসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।