
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে যাতায়াতের পথকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহ¯পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ইয়াসমিনা (৩৪), হাদিস মিয়া (৫৭) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ধাপকাই গ্রামের নবীর হোসেন সঙ্গে তার প্রতিবেশী আলতাব মিয়ার বাড়ি থেকে বাইরে যাওয়ার যাতায়াতের পথ নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হন।
দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, এলাকার পরিবেশ শান্ত। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।