নিষেধাজ্ঞা অমান্য করে খাসিয়ামারা নদীতে চলছে ড্রেজার

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৯:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৯:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীতে জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা অমান্য করে ফের ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন। এতে নদীর তীরবর্তী শতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সরেজমিনে পরিদর্শন করে খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। পাশাপাশি ইজারাদারকে সতর্ক করে ক্ষতিগ্রস্ত রাবার ড্যামের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। কিন্তু একদিন না যেতেই শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে একই এলাকায় আবারও একাধিক ড্রেজার মেশিনে বালু উত্তোলন চলতে দেখা যায়। স্থানীয়রা জানান, ড্রেজার বন্ধে বাধা দিলে তাদের হুমকি-ধমকি দেওয়া হয়, এমনকি কয়েকজন শারীরিকভাবে লাঞ্ছিতও হয়েছেন। এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা প্রতিবাদ করলেই তারা হামলা করে, ভয়ে কেউ মুখ খুলতে পারে না।” ইজারাদার শাহ জালাল কনস্ট্রাকশনের মালিক সুরমা ইউপির চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না ড্রেজার মেশিনগুলো আমার না জুয়েলের। ড্রেজার মেশিন মালিক জুয়েল বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, ড্রেজার বন্ধ আছে। এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ড্রেজার মেশিন চলার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কেউ যদি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com