তাহিরপুর-বাদাঘাট সড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:১০:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:২০:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক তাহিরপুর-বাদাঘাট সড়ক। সড়কটি এলজিইডি কর্তৃক নির্মিত। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে লাগানো ছিল বিভিন্ন ধরনের গাছ।
সম্প্রতি এ সড়কের দুই পাশ থেকে রাতের আঁধারে ৪৮টি (মেহগনি, লাটিম, রেইনট্রি) গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খোঁজ নিয়ে যানা গেছে, তাহিরপুর-বাদাঘাট সড়কটি নির্মাণের পর গাছগুলো লাগানো হয়। গাছের বয়স দুই যুগ হবে। গাছগুলো পথচারীদের ছায়া দেয়ার পাশাপাশি সড়কটির সৌন্দর্য্যও বাড়িয়ে দিয়েছিল। গাছগুলো কেটে নেয়ার কারণে সড়কের সৌন্দর্য্যহানি হয়েছে। এছাড়াও হাওরের ঢেউয়ের আঘাত থেকে গাছগুলো সড়কের মাটিকে সুরক্ষিত রেখেছিল। স্থানীয়রা জানান, এই বছরেই নয় গত কয়েক বছর ধরেই গাছ কাটছে দুর্বৃত্তরা। আর এভাবে গাছ কাটা অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যে সড়কের সব গাছ কেটে সাবাড় হয়ে যাবে। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, সড়কের গাছগুলো কারা কেটে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে খোঁজখবর নেয়ার চেষ্টা করছি।

তাহিরপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি জাহিদুর রহমান জানিয়েছেন, গাছ কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। আমাদের পক্ষ থেকে দুর্বৃত্তদের বিষয়ে খোঁজখবর নেয়ার চেষ্টা করছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, এই বিষয়ে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com