
দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের রামনগর গ্রামের গাতুয়া খালের মুখে মরা সুরমা নদীতে স্থানীয় প্রভাবশালীরা বাঁশ ও বড় জাল ফেলে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা চালান। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর মরা সুরমা নদীতে অভিযান চালিয়ে বড় চায়না জাল ও নদীতে বাঁধ দিতে আনা বিপুল পরিমাণ বাঁশ উদ্ধার করেন।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর বলেন, অবৈধভাবে মাছ শিকারের যেকোনো উদ্যোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।